রুপনারায়নপুরের মেধাবী ছাত্রর অকাল মৃতুতে এলাকায় শোকের ছায়া
সালানপুর । সালানপুর থানার হরিসাদি গ্রামের বাসিন্দা অরুন তিওয়ারীর বড় ছেলে ১৭ বছরের যশরাজ তেওয়ারি রবিবার রাখীপূজোর পর পাঁচবন্ধুর সাথে ডিভিসির জলাধারের বৃন্দাবন ঘাটে সববন্ধুদের সাথে স্নান করতে নেমে নদীর জলে সবাই ডুবে যায়। তাদের চীৎকারে এলাকাবাসীরা এসে ছয়জনকে
উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসে অন্য পাঁচবন্ধুকে বাঁচানো গেলেও যশরাজ তেওয়ারিকে বাঁচানো সম্বভব হয় নি। স্থানীয় সূত্রে জানা যায় সালানপুর থানার হরিসাদি গ্রামের অরুন তিওয়ারী ডাবর মোড়ে প্লাইউডের ব্যাবসা আছে এবং বর্তমানে রুপনারায়নপুরে শান্তশ্রী পল্লীতে নতুন বাড়ী তৈরী করে
এখানেই বসবাস করেন। দুই ছেলের মধ্যে বড় ছেলে যশরাজ তেওয়ারি ডিএভি ইংরেজি মাধ্যম স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়তো, ভাল এবং মেধাবী ছাত্র হিসাবে সুনাম ছিল। লকডাউন বা ব্যাবসায়িক ছুটির দিন অরুন তিওয়ারি দুই ছেলের সাথে ফুটবল খেলে সময় কাটাতো, এলাকাবাসীরা যশরাজের মর্মান্তিক মৃতুতে শোকের ছায়া নেমেছে এলাকায়। পরিবারকে শান্তনা দিতে বিভিন্ন নেতৃত্ব উপস্থিত হয়েছিলেন অরুন তিওয়ারির বাড়ীতে।