News24 Today

Latest News in Hindi

ভ্যাকসিন না পেয়ে উত্তপ্ত পিঠাকেয়ারী স্বাস্থ্যকেন্দ্র

সালানপুর । শনিবার সকাল থেকেই ভ্যাকসিন নেবার জন্য গ্রামবাসীদের লম্বা লাইন নজরে আসে পিঠাইকেয়ারী স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু বেলা বাড়ার সাথে হঠাৎ হাসপাতাল কর্তৃপক্ষ সকালে ঘোষণা করে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকার কারণে ভ্যাকসিন দেওয়া হবে না। ঘোষণা শোনার পর সাধারণ মানুষ জেনে উত্তেজিত হয়ে পড়ে,পিঠাকেয়ারী স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখায় সাধারণ গ্রামবাসীরা।খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে সালান পুর থানার ও রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ। উত্তেজিত জনতাকে শান্ত করতে তাদের জানানো হয়,আজ কোনো ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত ছিলো না।পরবর্তী পর্যায়ে পঞ্চায়েতের মারফতে লিস্ট করে ভ্যাকসিন দেওয়া হবে।এই আশ্বাস পেয়ে সাধারণ বাড়ি ফিরে যায়। এই প্রসঙ্গে রূপনারায়ানপুর গ্রাম পঞ্চায়েত সদস্য সুজিত দস্তিদার বলেন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার করা হয় শণিবার সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে কিন্তু আজ মাত্র ২০০জন মানুষকে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল।সকাল থেকে প্রচুর মানুষের সমাগম হয়ে যায়। অবশেষে আজকের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়।তাদের বোঝানো হয় যে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে লিস্ট তৈরি করে আগামী দিনে ভ্যাকসিন দেওয়া হবে।

This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2021-08-12-at-22.46.57.jpeg
This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2021-08-12-at-22.47.27.jpeg
This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2021-08-12-at-22.48.17.jpeg
This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2021-08-12-at-22.49.11.jpeg
This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2021-08-12-at-22.49.41.jpeg
This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2021-08-12-at-22.50.01.jpeg
This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2021-08-12-at-22.50.18-715x1024.jpeg
This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2021-08-12-at-22.50.32-614x1024.jpeg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *