দুদিন পর রহস্যজনক ভাবে উদ্ধার অপহৃত প্রাক্তন খনি কর্মী
আসানসোল । ১১ তারিখ আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির অন্তর্গত নুনিয়া বস্তিরবাসিন্দা প্রাক্তন খনি কর্মী রমেন্দ্র মাহাতো রহস্যজনক ভাবে অপহৃত হয়েছিলেন, ১৩ তারিখ রাত্রে বম্বে ধাওড়াতে পুকুর পাড়ে হাত পা বাঁধা অবস্থায় স্থানীয় যুবকরা উদ্ধার করে। ঘটনার বিবরণে স্থানীয় বাসিন্দা জানান গত ১১ আগষ্ট রাত্রে খেয়ে তার ইসিএল আবাসনে শুতে যান তারপর থেকে তিনি নিখোঁজ হয়ে যান, ১২ তারিখ সকাল থেকে তাকে খোঁজ করা হচ্ছিল বিকালে কন্যাপুর ফাঁড়িতে খবর দিলে তারা জানায় আপনারা না পেলে তখন ডায়েরি করবেন। ১৩ তারিখ পর্যন্ত না পেয়ে নিখোঁজের অভিযোগ জানানো হয়, রাত্রে স্থানীয় বম্বে ধাওড়ার বাসিন্দারা একটা আওয়াজ শুনতে পেয়ে গিয়ে দেখে একজন ব্যাক্তি জঙ্গলে মধ্যে পুকুর পাড়ে হাত পা অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে। শীতলা ভুইঁয়া নামে এক মহিলা জানান শুক্রবার রাত্রে বাঁচাবার আর্তনাদ শুনতে পেয়ে গ্রামের যুবকরা খুঁজতে গিয়ে এক ব্যাক্তিকে হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে তার বাড়ীতে দিয়ে আসে। অপহৃত রমেন মাহাতো জানান এলাকার বিভিন্ন লোকেদের দরকারে অর্থ দিয়ে সাহায্য করেছেন, তাদের কাছে প্রাপ্য পয়সা চাইতে গেলে তাকে খুনের হুমকি দেওয়া হতো তার সন্দেহ তাদের মধ্যে কয়েকজন তাকে পুকুরের জলে ফেলে দিয়ে মারার চেষ্টা করেছে। তিনি দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।