News24 Today

Latest News in Hindi

গেম খেলার সময় দুস্কৃতিদের ভোজালির ঘায়ে আহত যুবক, গ্রেপ্তার যুবক।

বার্ণপুর। শুক্রবার সন্ধ্যায় হীরাপুর থানার রামবাঁধের এস এস সি মাঠে মোবাইলে গেম খেলার সময় হঠাৎ কয়েকজন যুবক এসে হামলা চালায়, এক যুবকের পেটে ভোজালি দিয়ে আঘাত করে। আহত অবস্থায় তাকে নিয়ে তার দাদা জেলা হাসপাতালে নিয়ে আসে। ঘটনার ব্যাপারে আহত ২৩ বছরের অবোধ কান্তের দাদা কৈলাশ কান্ত

মাহাতো জানায় তারা সবাই সন্ধ্যার সময় অবসর সময়ে মোবাইলে গেম খেলছিল হঠাৎ কয়েকজন যুবক এসে তাদের সাথে বচসা করার পর ভোজালি মারে। তার ভাই অবোধ কান্ত ও তার বন্ধুরা আগে কোথাও ঝামেলা করে এসেছিল তারাই এসে হামলা চালায় এবং তার ভাইয়ের পেটে ভোজালি মারে। ঘটনার খবর পেয়ে হীরাপুর থানার পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে এবং আরো কিছু যুবকের খোঁজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *