News24 Today

Latest News in Hindi

সরকারি নিয়ম মেনে খুঁটিপূজো হলো ঐতিহ্যবাহি গণেশ পূজার

পুরুলিয়া। পুরুলিয়া জেলার নিতুরিয়া থানার অন্তর্গত পারবেলিয়া সরস্বতী ক্লাবের ঐতিহ্য বাহি গণেশ পুজো ২৩ বছরে পা দিল। গণেশ পূজো নিয়ে এলাকায় প্রচন্ড উন্মাদনা দেখা যেত, বসতো দশ দিনের মেলা সহ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হতো কিন্তু করোনা সংক্রমনের কারণে সেই উন্মাদনায় ভাটা পড়েছে। ২০২০ সাল থেকে করোনা পরিস্থিতির কারণে সেসব উৎসব সব বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকালে ঐতিহ্যবাহি গণেশ পূজোর খুঁটিপুজো দ্বারা শুভ সূচনা করলেন, নিতুড়িয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তি ভূষণ প্রসাদ যাদব। তিনি জানান,পুরুলিয়া জেলার বিখ্যাত গণেশ পুজো মণ্ডপটি তৈরি হবে শঙ্খ আকারের, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের গাইডলাইন কে মান্যতা দিয়ে পাঁচদিন ব্যাপী এই পুজো করা হবে। পুজোর দিনগুলোতে বিশেষ আকর্ষণীয় হিসাবে রইবে রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষার বিশেষ ক্যাম্প। দর্শনার্থীদের মন্ডপের ভিতরে প্রবেশ নিষিদ্ধ থাকবে, ফলে করোনা সংক্রমণের প্রভাব থেকে সুরক্ষিত থাকবে সকল দর্শনার্থীরা। করোনার প্রভাবে বাজেটে কাটছাঁট করে প্যান্ডেল এবং মূর্তির খরচ বাবদ তিন লক্ষ টাকা খরচ হবে বলে পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2021-08-12-at-22.46.57.jpeg
This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2021-08-12-at-22.47.27.jpeg
This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2021-08-12-at-22.48.17.jpeg
This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2021-08-12-at-22.49.11.jpeg
This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2021-08-12-at-22.49.41.jpeg
This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2021-08-12-at-22.50.01.jpeg
This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2021-08-12-at-22.50.18-715x1024.jpeg
This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2021-08-12-at-22.50.32-614x1024.jpeg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *