News24 Today

Latest News in Hindi

অবৈধ নেশার জিনিস সহ আটক তিন মহিলা

আসানসোল। মঙ্গলবার সকালে আসানসোল উত্তর থানার পুলিশ রেলপারের গুলজার মহল্লা থেকে অবৈধ নেশার পদার্থ বিক্রি করার অপরাধে তিনজন মহিলাকে আটক করে। পুলিশ সূত্রে জানা রেলপারের বাবুয়া তলাবের বাসিন্দা বাবুজান নামে প্রতিবন্ধী মহিলা তার মেয়ে এবং ছেলের বৌকে নেশার পদার্থ হেরোইন সহ আটক করা হয়। তল্লাসির সময় ২০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে যার আনুমানিক মূল্য প্রায় ২২ লক্ষ টাকা। প্রতিবন্ধী হবার কারণে পুলিশের সন্দেহ হতো না কিন্তু পুলিশের কাছে খবর ছিল রেলপার এলাকায় নেশার পদার্থ বিক্রি হচ্ছে, পুলিশ দীর্ঘদিন ধরে ফাঁদ পাতার পর মঙ্গলবার সকালে গুলজার মহল্লার একটা বাড়ী থেকে তাদের আটক করা হয় এবং আদালতে তুলে পুলিশী হেফাজতের আবেদন করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *