ছয় মাসে চালু হলো না আসানসোলের সিধু কানু মুর্মু বাসস্ট্যান্ড
আসানসোল । আসানসোল শহরের উপকন্ঠে রাজ্য সরকার দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সরকারি বাস স্ট্যান্ড তৈরী করেছিলেন। কয়েক লক্ষ টাকা খরচ করে আসানসোল শহরে ঢোকার মুখে বাসস্ট্যান্ড তৈরী হয়েছে, এখানে বাস চালক এবং কনডাক্টরদের থাকার জন্য ঘর তৈরী করা হয়েছে। বাইরে থেকে আসা যাত্রীরা কোন কারণে রাত্রে অসুবিধার সম্মুখীন হলে তাদের থাকার জন্য ঘর এবং স্নানাগার, টয়লেট সহ যাবতীয় সুবিধা নিয়ে তৈরী হয়েছে বাস টার্মিনাল। ২০২১ সালে ফেব্রুয়ারী মাসে রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আসানসোলের নতুন বাস টার্মিনাল সিধু কানু মুর্মুর নামে উৎসর্গ করে ভার্চুয়াল উদ্বোধন করেন এবং তৎকালীন দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান কর্ণেল দীপ্তাংশু চৌধুরীকে আসানসোলে সিধুকানু বাস টার্মিনালের দায়িত্ব দেন। অনুষ্ঠানে কর্ণেল দীপ্তাংশু চৌধুরী, তৎকালীন আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি, বর্তমান প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছিল সমস্ত সরকারি বাস এই বাস স্ট্যান্ড থেকে ছাড়বে, বাস চালক থেকে শুরু পরিবহন কর্মী এবং বাস যাত্রীদের থাকা সহ টয়লেটের ব্যাবস্থা থাকবে। পরবর্তীকালে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান কর্ণেল দীপ্তাংশু চৌধুরী, আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি দল ত্যাগ করেন এবং সিধু কানু বাস টার্মিনাল অব্যাহৃত অবস্থায় পড়ে থাকে, কোন সরকারি বাস টার্মিনালের ভেতর প্রবেশ করে না, জাতীয় সড়কের উপর টার্মিনালের সামনে দাঁড় করিয়ে হাজিরা দিয়ে যায়। পরিবহন কর্মী এবং বাস যাত্রীদের জন্য তৈরী করা ঘর অব্যাবহৃত অবস্থায় পড়ে রয়েছে। একজন সুরক্ষা কর্মী টার্মিনাল পাহারা দেবার পাশাপাশি সকাল থেকে আসানসোল সিটি বাস স্ট্যান্ড থেকে দূর পাল্লার বাসের টাইম লেখার কাজ করে। সুরক্ষা কর্মী জানায় টার্মিনালে ঢোকার রাস্তা খারাপ থাকার কারণে কোন বাস টার্মিনালের ভেতরে ঢুকতে পারে না। টার্মিনাল চালু করার ব্যাপারে আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী জানান বাস টার্মিনালে জল এবং আলোর সমস্যার জন্য চালু করা যাচ্ছে না তবে চেষ্টা করা হচ্ছে দ্রুত সবকিছু ঠীক করে চালু করতে।