কারবালার সীমানা প্রাচীর তাড়াতাড়ি শুরু হবে — মলয় ঘটক
আসানসোল। শুক্রবার মহরম উপলক্ষে আসানসোল উত্তর থানার কারবালাতে উপস্থিত হয়ে রাজ্যের আইন এবং পি ডব্লু ডি মন্ত্রী মলয় ঘটক জানান কারবালা এলাকার সীমানা প্রাচীর তৈরী করার আবেদন করেছিলেন কারবালা কমিটি। করোনা সংক্রমনের কারণে সব কাজ বন্ধ থাকার কারণে প্রাচীর তৈরী করা যায় নি বর্তমানে করোনা সংক্রমনের হার কমতে শুরু করেছে এবং আশাকরা যায় কারবালার প্রাচীর তৈরী করার কাজ খুব শীঘ্রই শুরু করা হবে। ধীরে ধীরে কারবালাতে ভীড় বেড়েছে এবং করোনা সংক্রমন কমে গেলে আবার পুরনো ছন্দে ফিরে আসবে ও এখানকার বাসিন্দাদের সব রকমের সহায়তা করবে বর্তমান প্রশাসন।.