পান্ডবেশ্বরে জিতেন্দ্র তিওয়ারিকে কালো পতাকা, চটি ছোড়াছুড়ি, উত্তেজনা
আসানসোল । মঙ্গলবার পরিচিত ব্যাক্তির বাড়ীর মনসা পূজাতে যোগদানে যাবার পথে পান্ডবেশ্বরে প্রাক্তন মেয়র তথা বিজেপির কর্মী জিতেন্দ্র তিওয়ারির গাড়ীর সামনে এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা কালো পতাকা দেখায় এবং তার গাড়ী লক্ষ করে ইট ও চটি ছোঁড়াছুড়ি হয়। মুহুর্তের মধ্যে এলাকায় উত্তেজনার
সৃষ্টি হয়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবস্থা নিয়ন্ত্রণে আনে। জিতেন্দ্র তিওয়ারি জানান এলাকার পূর্ব পরিচিত একজনের বাড়ীতে মনসা পূজার নিমন্ত্রণ রক্ষা করতে যাবার সময় কিছু তৃণমূল কংগ্রেসের কমবয়সী ছেলেরা তাকে কালো পতাকা ও গালাগালি করে, কয়েকজন ছেলে ইট চটি ছোঁড়াছুড়ি করে।
তবে তিনি কারোর বিরুদ্ধে অভিযোগ করতে অস্বীকার করেন তিনি জানান স্থানীয় ছেলেরা কিছু না বুঝে শীর্ষ নেতৃত্বর নির্দেশে এই ঘটনা ঘটিয়েছে, পুলিশ তাদের শান্ত করিয়েছে। এলাকার কিছু শীর্ষ নেতৃত্ব ভয় পেয়ে এলাকার যুবকদের দিয়ে এই কাজ করিয়েছে এবং তারা নিজেদের আসন সামলাবার জন্য এই কাজ করতে বাধ্য হয়েছে, তারা জানে জিতেন্দ্র তিওয়ারি আসরে নামলে অনেকের পর্দাফাঁস হয়ে যাবে তাই আটকানো হয়েছে।