পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃতু দুই কিশোর

রাণীগঞ্জ। মহরমের তাজিয়া শোভাযাত্রায় যোগদান করার আগে পুকুরে স্নান করতে গিয়ে ডুবে গেল রাণীগঞ্জ থানার মির্জা গালিব স্ট্রীটের বাসিন্দা ১৮ বছরের রেহান আনসারি এবং রাণীগঞ্জ মাজার শরীফ এলাকার বাসিন্দা ১৮ বছরের তৌসিফ খান, এলাকার যুবকদের সহায়তায় তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা যায় রেহান এবং তৌসিফ দুজনে বন্ধু, আজ দুজনে দেখা হবার পর পুকুরে স্নান করে শোভাযাত্রাতে যাবার মনস্থির করে পুকুরে স্নান করতে গিয়ে ডুবে যায়।




















