আদ্রা ডিভিসনে প্রয়াত রাজীব গান্ধীর জন্মদিবস পালন মেন্স কংগ্রেসের
1 min read
পুরুলিয়া । স্বাধীন ভারতের সপ্তম প্রধানমন্ত্রী স্বর্গীয় রাজীব গান্ধীর ৭৫ তম জন্ম দিবস উপলক্ষে সাউথ ইস্টার্ন রেলওয়ের আদ্রা ডিভিশন এর মেন্স কংগ্রেসের কো-অর্ডিনেটর রবি চ্যাটার্জির উদ্যোগে আদ্রা রেল হাসপাতালে চিকিৎসারত মানুষদের ফল এবং মিষ্টির প্যাকেট প্রদান করা হলো। ১৯৪৪ সালের ২০ শে আগষ্ট মুম্বাইয়ে জন্মগ্রহন করেন রাজীব গান্ধী। নিজের দেহরক্ষীর গুলিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মারা যাবার পর সপ্তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবার পর রাজীব গান্ধী ১৯৯১ সালের ২১ শে মে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের শ্রীপেরামবুদুরে এক আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন। ভারতের ইতিহাসে এটাই ছিল এক নজিরবিহীন ঘটনা। আজও সেই মহান ব্যক্তির জন্ম দিবসকে শ্রদ্ধা জানিয়ে আসছেন আদ্রা মেন্স কংগ্রেস কো-অর্ডিনেটর রবি চ্যাটার্জী ।রাজীব গান্ধীর জন্মদিবস কর্মসূচিতে তিনি রেল কতৃর্পক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রবি চ্যাটার্জী। তিনি জানান আদ্রা রেলওয়ে ডিভিশন হাসপাতালের পরিকাঠামো দিনের পর দিন খারাপ হয়ে পড়ছে । অসুস্থ রেলওয়ে কর্মী এবং আত্মীয়রা সঠিক চিকিৎসা পাচ্ছে না চিকিৎসকের অভাবে। আটটি চিকিৎসকের পদ খালি রয়েছে আদ্রা রেলওয়ে ডিভিশন হাসপাতালে। চিকিৎসকের শূন্যস্থান পূরণ হলে সঠিক চিকিৎসা পরিষেবা পাবে রেল কর্মী এবং তাদের আত্মীয়রা। টাটাতে একজন শল্য চিকিৎসকের সাথে যোগাযোগ করা হয়েছে তিনি এই হাসপাতালে এলে অনেকে চিন্তামুক্ত হবে। বিশেষ প্রয়োজনে অসুস্থ থাকার কারণে রেলকর্মী এবং তাদের পরিবারদের সুচিকিৎসার জন্য দূর্গাপুর, বাঁকুড়া এবং টাটাতে বেসরকারি হাসপাতালের সাথে যোগাযোগ করা হয়েছে,রেল হাসপাতাল এবং আদ্রা ডিভিশনের কর্মরত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য সবসময়ে চিন্তাভাবনা করেছেন মেন্স কংগ্রেস। আগামীদিনে হাসপাতাল চত্তরে রাজীব গান্ধীর প্রতিমূর্তি স্থাপিত করা হবে এবং করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় রক্তদান শিবির, ফুটবল প্রতিযোগিতা শুরু করা হবে। জন্মদিবস কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আদ্রা ডিভিশন এর মেন্স কংগ্রেসের একাধিক নেতা-নেত্রী এবং কর্মীবৃন্দ পাশাপাশি এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন, আদ্রা রেলওয়ে ডিভিশনের সিনিয়র ডিপিও।




















